ভিরাট কোহলি মাঠে নামা মানেই রেকর্ড। এবারও তার ব্যতিক্রম হলো না। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নিজের ঘরের মাঠে খেলতে নেমে ফের রেকর্ড গড়লেন কোহলি। গ্রেট শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৫ হাজার রান পূর্ণ করেছেন ভিরাট। এছাড়াও, ক্রিকেট ইতিহাসে এই রানের মাইলফলক স্পর্শ করায় ভিরাট হলেন ষষ্ঠ ব্যক্তি।
বোর্ডার-গাভাস্কার ট্রফির ২য় টেস্টে জয়ের জন্য ১১৫ রানের টার্গেটে ব্যাট করতে নামে ভারত। সেই রান তাড়া করতে নেমে লাঞ্চের আগে কে এল রাহুলের উইকেট হারায় ভারত। লাঞ্চের পর পূজারার সাথে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে সাজঘরে ফিরে যান ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। এরপরই ক্রিজে আসেন কোহলি। ২৫ হাজার আন্তর্জাতিক রান পূরণ করা থেকে ৭ রান দূরে ছিলেন ভিরাট। নাথান লায়নকে চার মেরে এই অনন্য নজির গড়েন ‘কিং কোহলি’।
দ্রুততম ব্যাটার হিসেবে এই মাইলস্টোন স্পর্শ করেই শচীনকে পেছনে ফেললেন কোহলি। ২৫ হাজার রান করতে লিটল মাস্টার খেলেছিলেন ৫৭৭টি ইনিংস। এতকাল ২৫ হাজারি রানের ক্লাবে ভারতীয় হিসেবে নাম ছিল শুধু শচীনের। এবার তাঁর পাশে জ্বলজ্বল করছে কোহলির নামও। বারবার সমালোচনায় বিদ্ধ কোহলি যেন বুঝিয়ে দিতে চাইছেন, তিনি ফুরিয়ে যাননি।
আন্তর্জাতিক ক্রিকেটে এখনও সর্বোচ্চ রানের মালিক শচীন। ৬৬৪ ম্যাচে তাঁর সংগ্রহ ৩৪ হাজার ৩৫৭ রান। তারপরই রয়েছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা (৫৯৪ ম্যাচে ২৮০১৬ রান), অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (৫৬০ ম্য়াচে ২৭৪৮৩) এবং শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে (৬৫২ ম্যাচ ২৫৯৫৭)।
আল/দীপ্ত