মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫
মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫

লেদার ইঞ্জিনিয়ার্স এন্ড টেকনোলজিস্ট সোসাইটির সভাপতি বাপ্পি, সম্পাদক মাজেদ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

লেদার ইঞ্জিনিয়ার্স এন্ড টেকনোলজিস্ট সোসাইটির ত্রিবার্ষিক (২০২৫২০২৮) নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী বাপ্পি এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. মাজেদুল হক মাজেদ। এদের মধ্যে বাপ্পি পেয়েছেন ২৪৩ ভোট এবং মাজেদ পেয়েছেন ৩৪৮ ভোট।

শুক্রবার (১৪ই ফেব্রুয়ারি) রাজধানীর হাজারীবাগের ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিতে দিনভর নির্বাচনের পর সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. তকদির আহমেদ এই ফল ঘোষণা করেন।

নির্বাচিত অন্যরা হলেনসহসভাপতি মো. আব্দুল হাকিম, যুগ্মসাধারণ সম্পাদক (লেদার টেক) শাহ আলম, যুগ্নসাধারণ সম্পাদক (লেদার প্রোডাক্ট) মো. মামুন অর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক মো. খালেদ ইবনে মোশাররফ মিঠু এবং ক্রীড়া সম্পাদক আনিসুর রহমান শিশির।

প্রসঙ্গত, উৎসবমুখর পরিবেশে দীর্ঘ ১০ বছর পর শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লেদার ইঞ্জিনিয়ার্স এন্ড টেকনোলজিস্ট সোসাইটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭টি পদের বিপরীতে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। যাতে মোট ভোটার সংখ্যা ছিল ৫৬৪ জন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More