রাওয়ালপিন্ডি সাক্ষী হয়ে রইলো লিটন কুমার দাসের লড়াকু এক শতকের। আর এই শতকে ভর করেই প্রথম ইনিংসে স্কোরবোর্ডে ভালো পুঁজি সংগ্রহ করছে শান্তবাহিনী।
তৃতীয় দিনের সকালে পাকিস্তান বোলারদের সামনে ধুকতে থাকা নরবড়ে বাংলাদেশের হাল ধরেন লিটন দাস ও মেহেদী মিরাজ। বল পুরনো হওয়ার সাথে সাথে স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে থাকেন দুজনই। গড়েন সপ্তম উইকেটে রেকর্ড ১৬৫ রানের জুটি। টেস্ট ইতিহাসে কোনো ইনিংসে ৩০ রান বা এর কম রানে ৬ উইকেট হারানোর পর সপ্তম উইকেটে এটিই সবচেয়ে বড় পার্টনারশিপ।
তবে রেকর্ড ১৬৫ রানের জুটি ভেঙে ব্যক্তিগত ৭৮ রানে খুররামের বলে কাটা পড়েন মেহেদী। এরপর হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে রাওয়ালপিন্ডির তীব্র গরম ও হ্যামস্ট্রিং চোটের সঙ্গে লড়াই করে লড়াকু এক শতক তুলে নেন লিটন কুমার দাস। ক্যারিয়ারের চতুর্থ শতকটি তিনি তুলে নেন ১৭১ বলে।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ২৫৯ রান। লিটন অপরাজিত রয়েছেন ১৩৬ রানে এবং হাসান মাহমুদ রয়েছেন ১২ রানে।
ইমাম/দীপ্ত সংবাদ