বাংলাদেশের মতো ভারতেও জারি করা হয়েছে হিট এলার্ট। প্রচণ্ড খরতাপে পুড়ছে পশ্চিমবঙ্গের কলকাতা শহর। এরকমই লাইভ সংবাদ পাঠ করার সময় জ্ঞান হারিয়ে ফেলেন দূর্দশন টিভির সংবাদ পাঠিকা লোপামুদ্রা সিনহা।
শুক্রবার (১৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে নিজের অসুস্থআর কথা জানান লোপামুদ্রা নিজেই।
ভিডিওবার্তায় লোপামুদ্রা জানান, গত ১৮ এপ্রিল সকালে লাইভ খবর পড়ার সময় গরমে অসুস্থবোধ করেন। লাইভ নিউজ চলার সময় তার রক্তচাপ অনেক বেশি কমে যায় এবং অজ্ঞান হয়ে যান।
দূরদর্শনের এ নিউজ প্রেজেন্টেটর আরও জানান, বেশ কিছুক্ষণ ধরেই আমার শরীর খারাপ লাগছিল, মনে হচ্ছিল একটু পানি খেলে ঠিক হয়ে যাবে। আমি কোনোদিন পানি নিয়ে সংবাদ পড়তে বসি না। সেটা ১০ মিনিটের নিউজ হোক বা আধ ঘণ্টার, কখনো প্রয়োজন পড়েনি। ফ্লোর ম্যানেজারকে ইশারা করে পানির বোতল চাই। সেই সময় জেনারেল স্টোরি যাচ্ছিল, কোনো বাইট চলছিল না। ফলে আমি পানি খেতে পারছিলাম না। অবশেষে একটা বাইট আসায় পানি খাই।
সংবাদ পাঠিকা আরও বলেন, টিভির নিউজ ফ্লোর শীততাপ নিয়ন্ত্রিত হলেও ওইদিন সেটি কাজ করছিল না। ফলে ফ্লোর মারাত্মক গরম হয়ে পড়েছিল।
এসএ/দীপ্ত সংবাদ