শ্রীলঙ্কার ঘরোয়া টি–টোয়েন্টি লিগ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) বর্তমান চ্যাম্পিয়ন দল জাফনা কিংসের হয়ে কয়েকটি ম্যাচ খেলার প্রস্তাব পেয়েছেন তাওহিদ হৃদয়। অন্যদিকে ডাম্বুলা অরার হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন তাসকিন আহমেদ।
সোমবার (২৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন তাসকিন ও হৃদয় নিজেই। এই বছর বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেক করা তাওহিদের জন্য এটি হতে যাচ্ছে প্রথম বিদেশি টি–টোয়েন্টি লিগ খেলার সুযোগ। অন্যদিকে জিম আফ্রো টি–টেনে বেশ দুর্দান্ত সময় পার করছেন তাসকিন। এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ৫ উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি।
এ বছর কাউন্টি দল ইয়র্কশায়ারের হয়েও খেলার সুযোগ ছিল তাসকিনের। কিন্তু ইনজুরি শঙ্কায় প্রস্তাবে রাজি হননি তিনই। এর আগে পিএসএল ও আইপিএল খেলার প্রস্তাবও পেয়েছিলেন। কিন্তু জাতীয় দলের ব্যস্ততার কারণে মুলতান সুলতান ও লাক্ষনৌ সুপারজায়ান্টসের হয়ে খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।
এবারের এলপিএল অনুষ্ঠিত হবে ৩০ জুলাই থেকে এবং চলবে ২০ আগস্ট পর্যন্ত। এই সময় বাংলাদেশ দলের কোনো খেলা না থাকলেও, বিশেষ ক্যাম্প চলবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। তাই বাংলাদেশের খেলোয়াড়দের এই লিগে অংশগ্রহণের সুযোগ রয়েছে বলে ধারণা করা যায়। এবছর এলপিএলে দল পেয়েছেন সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুনও।
ইমাম/দীপ্ত নিউজ