বুধবার, অক্টোবর ১, ২০২৫
বুধবার, অক্টোবর ১, ২০২৫

র‍্যাঙ্কিংয়ে বড় লাফ সাইফের, এগিয়েছেন রিশাদও

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আইসিসির সর্বশেষ টিটোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বড় সাফল্য পেয়েছে সাইফ হাসান ও রিশাদ হোসেন। ব্যাটারদের তালিকায় বিশাল লাফ দিয়েছেন ওপেনার সাইফ এবং বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন লেগ স্পিনার রিশাদ। তবে এবারের টিটোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে সর্বকালের সর্বোচ্চ রেটিং পয়েন্ট নিয়ে রেকর্ড গড়েছেন ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা।

বুধবার (১ অক্টোবর) প্রকাশিত আইসিসির নতুন র‍্যাঙ্কিংয়ে, ব্যাটারদের তালিকায় ৪৫ ধাপ এগিয়ে সাইফ হাসান এখন ৩৬তম স্থানে। তার রেটিং পয়েন্ট ৫৫৫। বর্তমানে বাংলাদেশের টিটোয়েন্টি ব্যাটারদের মধ্যে সাইফ সবার উপরে। এদিকে ইনজুরির কারণে এশিয়া কাপের শেষ দুই ম্যাচে খেলতে না পারা লিটন দাস তিন ধাপ পিছিয়ে ৪৩তম স্থানে। তানজিদ হাসান ও তাওহিদ হৃদয় যথাক্রমে ৪৫ ও ৪৬তম এবং জাকের আলি আছেন ৬৩তম স্থানে।

বোলারদের তালিকায় লেগ স্পিনার রিশাদ হোসেন ৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন ক্যারিয়ার সেরা ২০তম স্থানে। তার রেটিং পয়েন্ট ৬১৮। পেসার তাসকিন আহমেদ এক ধাপ এগিয়ে ৩০তম স্থানে, তবে বাংলাদেশের সেরা বোলার মুস্তাফিজুর রহমান দুই ধাপ পিছিয়ে ১১তম স্থানে নেমে গেছেন।

এবারের র‍্যাঙ্কিংয়ের মূল আকর্ষণ ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা। এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত ইনিংস খেলে তার রেটিং দাঁড়িয়েছে ৯৩১ যা টিটোয়েন্টি ব্যাটারদের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ। তিনি দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের ফিল সল্টের চেয়ে ৮২ পয়েন্ট এগিয়ে।

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়েও এসেছে পরিবর্তন। ভারতের হার্দিক পান্ডিয়াকে সরিয়ে শীর্ষে উঠেছেন পাকিস্তানের সাইম আইয়ুব। অন্যদিকে বোলারদের তালিকায় ভারতের বরুণ চক্রবর্তী শীর্ষস্থান ধরে রেখেছেন। কুলদীপ যাদব ৯ ধাপ এগিয়ে ১২তম এবং পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ১২ ধাপ এগিয়ে যৌথভাবে ১৩তম স্থানে জায়গা করে নিয়েছেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More