রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন করতে না পারলে, রোহিঙ্গা ক্যাম্প আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠির একটি কেন্দ্র হবে বলে আশঙ্কা করছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার (৩১ মে) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জঙ্গিবাদের যে আশঙ্কা দীর্ঘদিন ধরে করা হচ্ছে, ক্যাম্পে এরইমধ্যে সেই আলামত দেখা যাচ্ছে। সরকারের জরুরি কাজ হলো যারা রক্তপাত করছে, জঙ্গি কার্যক্রমে জড়াচ্ছে– তাদের চিহ্নিত করা। এপিবিএন সেই কাজটিই করে যাচ্ছে।
সকাল ১১টায় উখিয়ার ১৯ নাম্বার ক্যাম্পে পৌঁছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে এপিবিএনের সাথে বৈঠক করেন তিনি। এরপর এপিবিএনের কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপন করেন আসাদুজ্জামান খান কামাল।
আল / দীপ্ত সংবাদ