বুধবার, অক্টোবর ১, ২০২৫
বুধবার, অক্টোবর ১, ২০২৫

রেললাইন কেটে নাশকতা, কাউন্সিলরসহ গ্রেপ্তার ৭

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

গাজীপুরে রেললাইন কেটে নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপির বহিস্কৃত নেতাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতদের মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ড কাউন্সিলর মো.হাসান আজমল ভূঁইয়াও (৫০) রয়েছেন।

রবিবার (১৭ ডিসেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন পুলিশের কমিশনার মাহবুব আলম।

বাকি গ্রেপ্তারকৃতরা হলেননেত্রকোণার মদন থানার বারই বাজার এলাকার জান্নাতুল ইসলাম (২৩), ময়মনসিংহের ভালুকা থানার বান্দীয়া এলাকার মেহেদী হাসান (২৫), গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভানোয়া এলাকার জুলকার নাইন আশরাফি ওরফে হৃদয় (৩৫), উত্তর ছায়াবিধি এলাকার শাহানুর আলম (৫৩), কানাইয়া পূর্বপাড়া এলাকার মো. সাইদুল ইসলাম (৩২) ও মধ্য ছায়াবিধি এলাকার সোহেল রানা (৩৮)

প্রেস ব্রিফিংয়ে গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, ঘটনার পর থেকেই জড়িতদের গ্রেপ্তার করতে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এতে গত শনিবার জান্নাতুল ইসলামকে (২৩) আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি বিষয়টি স্বীকার করেন। তার তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িত বাকীদের গ্রেপ্তার করা হয়। রেল লাইন কেটে নাশকতা সৃষ্টি করতে তাদের প্রায় দেড় ঘন্টা সময় লাগে।

প্রসঙ্গত, গাজীপুরের ভাওয়াল ও রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী বনখড়িয়া এলাকায় রেললাইন কেটে ফেলায় গত বুধবার (১৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ঢাকার কমলাপুরগামী মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেনযাত্রী আসলাম মিয়া নিহত ও লোকোমোটিভ মাস্টারসহ কয়েকজন গুরুতর আহত হন।

আরও পড়ুন: রেললাইনের ৭২টি ফিসপ্লেট ক্লিপ খুলে রাখলো দুর্বৃত্তরা

এই ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) মামলা হয়। ঘটনা তদন্তে রেলওয়ে, গাজীপুর জেলা প্রশাসন এবং রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলাদা তিনটি কমিটি গঠন করা হয়েছে।

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More