রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এক হাজার ১৩৭ দশমিক ৪৪৯ মেট্রিক টন মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি লিবার্টি হারভেস্ট নামের একটি বিদেশি জাহাজ। রবিবার (২ জুলাই) দুপুর ১২টায় মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙ্গর করে জাহাজটি। এর আগে গত (৩ মে) রাশিয়া থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে জাহাজটি।
মোংলা বন্দর কর্তৃপক্ষের সহকারী জনসংযোগ কর্মকর্তা মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট (এইচএসআর ওসান ট্রেডার্সের ব্যবস্থাপক) বিপ্লব খান জানান, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে ৩ মে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন ধরনের মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে জাহাজ এমভি লিবার্টি হারভেস্ট। এরপর পানামা পতাকাবাহী এ জাহাজটি রবিবার(২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙ্গর করে। জাহাজটিতে বিদ্যুৎ কেন্দ্রের এক হাজার ১৩৭ দশমিক ৪৪৯ মেট্রিক টন ওজনের ৯৭৫ প্যাকেজ মেশিনারি পণ্য রয়েছে।
জাহাজটি থেকে এসব পণ্য খালাসের কাজ চলমান রয়েছে। খালাস শেষে এসব পণ্য বন্দর জেটির সেডে রাখা হবে। এসব পণ্য খালাসে সময় লাগবে তিনদিন। এরপর সড়ক পথে এসব পণ্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নেওয়া হবে।
মামুন আহমেদ/ পূর্ণিমা/ দীপ্ত সংবাদ