নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ সদস্য দগ্ধ হয়েছেন।
শুক্রবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রূপগঞ্জের আওকাবো বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন—হাসুন বানু (৫৫), তাঁর স্বামী অলি আহমেদ (৬৫), ছেলে ওমর ফারুক (১৮), মেয়ে সাহারা বেগম (২৪) ও ভাই সোনাউদ্দিন (৪৫)।
ঘটনার পরপরই প্রতিবেশীরা তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জের ইউএস–বাংলা হাসপাতালে নিয়ে যান। পরে তাদের ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আনা হয়। তবে ভাগ্যক্রমে হাসুন বানুর বড় ছেলে গার্মেন্টস কর্মী ফরমুজ (২২) সে সময় বাসায় না থাকায় আগুনের হাত থেকে বেঁচে যান।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকেরা জানান, হাসুন বানুর শরীরের ৪৬ শতাংশ, তাঁর স্বামী অলি আহমেদের ৫৮ শতাংশ, মেয়ে সাহারার ৩০ শতাংশ, ছেলে ওমর ফারুকের ১৫ শতাংশ এবং ভাই সোনাউদ্দিনের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের সবার অবস্থাই বেশ আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা।
এসএ/দীপ্ত নিউজ