রিজার্ভের টাকা খাদ্যপণ্য ক্রয় ও উন্নয়ন কাজে ব্যয় হয়, অন্য কোথাও যায় না বলে মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুদ্ধ বন্ধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার করে মানুষকে বাঁচার সুযোগ দিতে, বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার ভার্চুয়ালি পায়রা বন্দরের কয়েকটি উন্নয়ন কাজ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
২০১৩ সালের নভেম্বরে কাজ শুরু হয় পায়রা বন্দরের। ২০২২ সালের অক্টোবর পর্যন্ত এই বন্দরে নোঙর করেছে ২৬০টি বাণিজ্যিক জাহাজ। যা থেকে আয় হয়েছে ৬১৩ কোটি টাকার বেশি।
 পায়রা বন্দরের সক্ষমতা বৃদ্ধি করতে ৪ হাজার ৫১৬ কোটি টাকা খরচে বন্দরের জেটি, টার্মিনাল, সংযোগসড়কসহ বেশ কয়েকটি প্রকল্প নেয়া হয়েছে। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব প্রকল্প উদ্বোধন করেন, সরকার প্রধান শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন কাজ শেষ হলে ৪০ থেকে ৫০ হাজার মেট্রিকটন মাল বহনকারী জাহাজ ভিড়তে পারবে পায়রা বন্দরে। এর ফলে বাংলাদেশ ছাড়াও ভারত ও ভুটান পাবে বন্দর সুবিধা।
 বন্দরটি নির্মাণ হচ্ছে দেশের রিজার্ভ থেকে তৈরি ‘বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল’-এর টাকা দিয়ে। এতে দেশের টাকা দেশেই থাকছে।
দ্রুত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। নানা বাধা পেরিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে বলেও প্রত্যয় জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
  দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক 
  
  
 