যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে, রাশিয়া ও ইউক্রেন চলমান যুদ্ধ বন্ধে এই সপ্তাহেই একটি সমঝোতায় পৌঁছাতে পারে। তবে কোন শর্তে এই চুক্তি হতে পারে, তা স্পষ্ট করেননি তিনি।
সোমবার (২১ এপ্রিল) তুরস্কের বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
রবিবার (২০ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘দুই দেশ যদি একটি চুক্তিতে পৌঁছে যায়, তাহলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ব্যবসা করতে পারবে। আর এই ব্যবসা থেকে বিশাল অংকের মুনাফা অর্জন করবে! যুক্তরাষ্ট্র এখন উন্নতির পথে।‘
চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকেই যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে বলে হোয়াইট হাউস সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে। তবে ইউক্রেন সংকটের ক্ষেত্রে ওয়াশিংটনের কৌশলগত অবস্থান এখনো পুরোপুরি প্রকাশ করা হয়নি।
ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এলো, যখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টারের জন্য সংক্ষিপ্ত যুদ্ধবিরতি ঘোষণার পরপরই দুই দেশ পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আনছে।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক আগ্রাসন শুরু করে। এরপর থেকে এ যুদ্ধ অব্যাহত রয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বহু মানুষ প্রাণ হারিয়েছেন ও বাস্তুচ্যুত হয়েছেন।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত যুদ্ধের কারণে অন্তত ১০ হাজারের বেশি বেসামরিক লোক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও হাজার হাজার মানুষ। প্রায় ৭০ লাখের বেশি ইউক্রেনীয় নাগরিক দেশত্যাগে বাধ্য হয়েছেন।