অনুমোদনহীন ‘ব্লু ড্রিংকস‘ বাজারজাত করা কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান ওরফে রাফসান দ্য ছোট ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) সিটি করপোরেশনের বিশুদ্ধ খাদ্য আদালত এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ফুড ব্লগার হিসেবে পরিচিত রাফসান দ্য ছোট ভাইকে নিয়ে বেশ কিছুদিন ধরে চলছে বিতর্ক। মূলত সম্প্রতি মা–বাবাকে একটি গাড়ি উপহার দিয়েছেন রাফসান। সেটি নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তর আলোচনা–সমালোচনা।
নেটিজেনদের অনেকেই বলতে থাকেন, রাফসানের বাবা–মা ঋণ খেলাপী হওয়া সত্বেও কেন তিনি এই ঋণ শোধ করতে কোনো উদ্যোগ নিচ্ছেন না।
এরপর গত ২৪ এপ্রিল কুমিল্লা নগরীর বিসিক এলাকায় অবস্থিত মেসার্স ব্লু ড্রিংকস কারখানায় বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করলে বিষয়টি সামনে আসে।