২৭২
কাল (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এরইমধ্যে সব প্রস্তুতি প্রায় শেষ করেছে নির্বাচন কমিশন।
আজ শনিবার (৬ জানুয়ারি) বিতরণ করা হচ্ছে নির্বাচনি সরঞ্জাম।
এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ২৮টি দল। মোট প্রার্থী এক হাজার ৯৭০ জন। বিভিন্ন দলের প্রার্থী এক হাজার ৫৩৪ জন। আর স্বতন্ত্র রয়েছেন ৪৩৬ জন।
ইসির তথ্যানুযায়ী, দ্বাদশ সংসদ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা, ১১ কোটি ৯৬ লাখ। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৭৬ লাখ আর নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ।
ট্রান্সজেন্ডার ভোটার আছেন ৮৪৯ জন।
এসএ/দীপ্ত নিউজ