স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রাতে মুখোমুখি হবে দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। সৌদি আরবের রিয়াদে বছরের প্রথম এল ক্লাসিকোটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
একদিকে লা লিগার শিরোপাজয়ী বার্সেলোনা, অন্যদিকে, কোপা দেল রে জয়ী রিয়াল মাদ্রিদ। লড়াইটা যখন এই দুই দলের; তা কেবলমাত্র একটি ম্যাচ নয়, দুই চিরপ্রতিদ্বন্দ্বী ধ্রুপদী লড়াই বা এল ক্লাসিকো। নতুন বছরের শুরুতেই যা দেখার সুযোগ পাচ্ছেন, ফুটবল প্রেমীরা।
সৌদি আরবের রিয়াদের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে, স্প্যানিশ সুপার কাপের ফাইনালের আগে, সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এগিয়ে রিয়াল। গেলো মৌসুমে ঘরোয়া সব প্রতিযোগিতায় একটু টালমাটাল সময় কাটালেও, এবার ঠিক বিপরীত চিত্র তাদের। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে কেবল একটি ম্যাচই হেরেছে লস ব্লাঙ্কোরা। সেটিও গেলো বছর সেপ্টেম্বরে। সবশেষ ২০ ম্যাচে অপরাজিত আনচেলত্তির দল, জিতেছে সবশেষ ছয় ম্যাচে। তারপরও ম্যাচের আগে রিয়াল কোচ পরিষ্কার জানিয়েছেন, এল ক্লাসিকোতে কেউ ফেবারিট নয়।
অন্যদিকে, সাম্প্রতিক পারফরম্যান্সের বিবেচনায় বার্সেলোনা একটু পিছিয়ে। মৌসুমের অর্ধেক সময় পর্যন্ত, কেবল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেই তারা হেরেছে শাখতার দোনেস্ক ও রয়্যাল এন্টওয়ার্পের মতো দলের বিপক্ষে। আর লা লিগায় শিরোপা ধরে রাখার অভিযানে নেমেও দুই হার আর পাঁচ ড্র–য়ে; লিগ টেবিলে শীর্ষে থাকা রিয়ালের চেয়ে পিছিয়ে ৭ পয়েন্টে। তবে গত বছর এই সৌদিতেই রিয়ালকে ৩–১ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা উৎসব করেছিল বার্সা। মুকুট ধরে রাখার চ্যালেঞ্জে, এটি তাদের বাড়তি প্রেরণা।
রিয়াল মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ স্কোরার ক্রিশ্চিয়ানো রোনালদো বর্তমান ক্লাব আল নাসরের ঘরের মাঠে, রিয়ালের মুখোমুখি হওয়ার ম্যাচটি তাই আরেক মাত্রা যোগ করছে, এবারের সুপার কাপ ফাইনালে।
আল / দীপ্ত সংবাদ