রাতে পর্দা নামছে প্যারিস অলিম্পিকের । ১৫ দিনব্যাপী অনুষ্ঠিত আসরটির শেষ দিনের আগে ফ্রান্সের সাধারণ জনগণকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টনি এস্টানগেট।
স্তাদি দে ফ্রান্সে বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে সমাপনী অনুষ্টান। ১৫তম দিন শেষে স্বর্ণ জয়ে যুক্তরাষ্ট্রের আধিপত্য ক্ষুন্ন করে পদক তালিকায় শীর্ষে উঠেছে চীন। স্বর্ণ সংখ্যা তাদের সর্বাধিক ৩৯টি।
সমাপনী অনুষ্ঠানের বড় একটি অংশ থাকবে আকাশে। দর্শনীয় লাইটিং ও লেজার শো দিয়ে রঙিন করা হবে অনুষ্ঠানটি। জলি বলেন, বিশ্বব্যাপী বিভিন্ন দেশ থেকে আসা অ্যাথলিটদের বিদায় রঙিন করতে আমরা সব প্রস্তুতি নিয়েছি। সমাপনী শোটি হবে খুবই মনোমুগ্ধকর, থাকবে কোরিওগ্রাফিতে ভরা।
হলিউড সুপারস্টার টম ক্রুজকে শুরু থেকেই বিভিন্ন ভেনুতে দেখা গেছে যুক্তরাষ্ট্রের অ্যাথলিটদের উৎসাহ দিতে। গুঞ্জন রয়েছে, আজ সমাপনী অনুষ্ঠানে তিনি পারফর্ম করতে পারেন।
আল/ দীপ্ত সংবাদ