আজ (বুধবার) রাতের মধ্যে বাসা–বাড়ির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হতে পারে বলে আশ্বাস দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
বুধবার (২৪ জুলাই) সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক।
তিনি বলেন, দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের ৪০ শতাংশ পুনরায় ঠিক করা হয়েছে। আশা করি বেশিরভাগে গ্রাহক আজকের মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেট পেয়ে যাবেন।
এর আগে পাঁচ দিন পর মঙ্গলবার (২৩ জুলাই) রাত থেকে অগ্রাধিকার ভিত্তিতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও এখনও বন্ধ আছে মোবাইল ইন্টারনেট। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট দিয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ করা যাচ্ছে না।
উল্লেখ্য, উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ জুলাই) রাত সাড়ে ৮টার পর থেকে সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট আর বুধবার (১৭ জুলাই) রাত থেকে মোবাইল ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যায়। ফলে পুরো দেশ সব ধরনের ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
এসএ/দীপ্ত সংবাদ