নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (১৪ আগস্ট) বিকেলে হরিশপুর গ্রামে ভেজাল খাদ্য উৎপাদন ও উৎপাদিত খাদ্য পণ্যে অবৈধ রং মেশানোর অপরাধে কারখানার মালিক মইন উদ্দীন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সহকারি কমিশনার হাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই কারখানার ভেজাল খাদ্যদ্রব্য ধ্বংস করা হয়। এসময় স্যানিটারি ইন্সপেক্টর, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
অপরদিকে, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চকমুনুগ্রামের মাদকের আখড়ায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন।
এসময় মাদক সেবন অবস্থায় ওই গ্রামের শহিদুল মোল্লাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া মোহাম্মদ আলম ও হাসান নামের দুইজনকে সংশোধনে সুযোগ হিসেবে ৫শত টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন জানান, উপজেলাকে মাদক বিহীন করতে এই ধরণের অভিযান আগামীতেও চলমান থাকবে।
এসএ/দীপ্ত নিউজ