নওগাঁর রাণীনগরের মিরাট ইউনিয়নের মিরাট উত্তরপাড়া পীরপাল ইমাম সাহেব ওয়াকফ এস্টেট কেন্দ্রীয় কবরস্থান দখলের অভিযোগ উঠেছে। দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সমস্যাটি সমাধান করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর কবরস্থান একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১০ সালে মিরাটের ১নং ওয়ার্ডের জন্য ৩৫ শতাংশ জমি কেন্দ্রীয় কবরস্থানের নামে দান করেন কতিপয় ব্যক্তিরা। এরপর থেকে কবরস্থানে পুরো উত্তরপাড়া গ্রামের জনসাধারণ মৃত ব্যক্তিদের দাফন–কাফনের কাজ সম্পন্ন করে আসছে।
সম্প্রতি পীরপালের জন্য জমিদাতা আমজাদ আলী ফকিরের সকল ছেলেসহ ওই পরিবারের সকল সদস্যরা বিভিন্ন ভাবে কবরস্থানটি জবরদখলের জন্য জোরপূর্বক কবরস্থানে গাছ রোপণ করা, ইটের প্রাচীর, সাইনবোার্ড সরিয়ে ফেলা ও মৃত ব্যক্তিদের কবরগুলো ভেকু মেশিন দিয়ে সরিয়ে ফেলার হুমকি দিয়ে আসছে। এসব বিষয়ে প্রতিবাদ করতে গেলেই সাইফুলের ছেলে সেনাবাহিনীতে কর্মরত মিঠুর মাধ্যমে অছির আলী ফকিরের ছেলেরা ভয়ভীতি প্রদর্শন ও মিথ্যে নারী নির্যাতনের মামলা দেয়ার হুমকি দিয়ে আসছে।
অভিযুক্ত আমজাদ আলী ফকির মুঠোফোনে বলেন, ‘ওই পীরপালের জন্য ৫ তাংশ জমি দান করা হয়েছে। কিন্তু তারা অতিরিক্ত জমি কবরস্থানের নামে দখল করে আসছে। আমরা সেই অতিরিক্ত জমি ফেরত চাই।‘
কবরস্থান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বলেন,এ কবরস্থানটি পুরো গ্রামবাসীর জন্য। কিন্তু আামজাদ আলী এটি দখল করে শুধুমাত্র তাদের পরিবারের জন্য ব্যবহারের পাঁয়তারা করে আসছে। তাই প্রশাসনিক ভাবে এ সমস্যার একটি সুন্দর সমাধান কামনা করছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন, এ বিষয়ে আমি কবরস্থান পরিচালনা কমিটির পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুত তদন্ত সাপেক্ষে বিষয়টিব আইনগত সমাধান করা হবে।
এমি/দীপ্ত সংবাদ