অ্যানেস্থেসিওলজিস্টদের ফি বাড়ানোর প্রতিবাদে রাজশাহীতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের অপারেশন বন্ধ ঘোষণা করেছে বেসরকারি ক্লিনিক, হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতি।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে ওই অনির্দিষ্টকালের কর্মসূচি পালন করছেন তারা।
জানা গেছে, মহানগরীর লক্ষ্মীপুরসহ সবকটি বেসরকারি ক্লিনিকের অপারেশন থিয়েটার গুলো বন্ধ রয়েছে। সম্প্রতি অ্যানেস্থেসিওলজিস্টরা তাদের ফি বাড়ানোর দাবি জানালে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক তা অযৌক্তিক দাবি করে প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি সব ধরনের অপারেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেন ক্লিনিক মালিকরা। অ্যানেস্থেসিওলজিস্টরা যে রেট নির্ধারণ করেছেন তা বাস্তবায়ন করলে চিকিৎসা ব্যয় অনেক বেড়ে যাবে। এজন্য রোগীদের কথা বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য অপারেশন থিয়েটার বন্ধের সিদ্ধান্ত বলবৎ আছে।
এতে দুর্ভোগে পড়েছেন দূর–দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগী ও তাদের স্বজনরা।
এদিকে, অ্যানেস্থেসিওলজিস্টরা বলছে সব কিছুর দাম বৃদ্ধি পেয়েছে এজন্য কিছু পরিমান ফি বাড়ানো হয়েছে।
ইউ. আদনান/মোরশেদ আলম/দীপ্ত নিউজ