চৈত্রের তৃতীয় সপ্তাহে আগুনমুখোর তাপদাহে ও ভ্যাপসা গরমে রাজশাহীর জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আর গত কয়েক দিন থেকে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেল ৫টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯.০ ডিগ্রী সেলসিয়াস যা মাঝারি তাপদাহ হিসেবে রেকর্ড করা হয়েছে। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৩.০ ডিগ্রী সেলসিয়াস। আর বাতাসের আদ্রতা ছিল ২৩ শতাংশ।
বুধবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮.০ ডিগ্রী সেলসিয়াস যা মাঝারি তাপদাহ হিসেবে রেকর্ড করা হয়েছে। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২১.০ ডিগ্রী সেলসিয়াস। আর গত পরশু (মঙ্গলবার) রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮.০ ডিগ্রী সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২০.৫ ডিগ্রী সেলসিয়াস।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে গত কয়েক দিন থেকে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আরো কয়েকদিন এ তাপমাত্রা অব্যাহত থাকবে। স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়া, গাছ–পালা কমে যাওয়ায়, নগরায়ন বৃদ্ধিপাওয়ায়, যান–বাহন বৃদ্ধি, ঘনবসতি বৃদ্ধি পাওয়ায়, নদীর পানি শুকিয়ে যাওয়ায় বালু দ্রুত উত্তাপ্ত হওয়ার ফলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বলে জানালেন আবহাওয়ার এই কর্মকর্তা।
উল্লেখ্য, গত বছর ১৭ এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস।
আদনান/ সুপ্তি/ দীপ্ত সংবাদ