দেশ ডিজিটাল থেকে স্মার্টের দিকে এগিয়ে চলছে। এরই ধারাবাহিকতায় বিভাগীয় মহানগরী রাজশাহীতে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। মেলায় রাজশাহী বিভাগের বিভিন্ন সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের ২৫টি স্টলে তথ্য–প্রযুক্তির মাধ্যমে সেবা গ্রহণের বিষয়ে অবহিত করছে স্টলের দায়িত্বপ্রাপ্তরা।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং রাজশাহী বিভাগীয় কমিশনারের আয়োজনে রাজশাহী কলেজ অডিটরিয়ামে দুই দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। মেলা চলবে আজ ও আগামিকাল সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। এ মেলায় রাজশাহী বিভাগের আটটি জেলার স্কুল, কলেজ, ই–কমার্স সেবা, স্বাস্থ্য সেবা, আইটি সেন্টার, বিআরটিএ, পুলিশি তথ্য, কৃষি তথ্য সার্ভিসসহ বিভিন্ন প্রতিষ্ঠান এই মেলায় অংশ গ্রহন করেন। বর্তমান সরকারের ‘ভিশন ২০৪১’কে সামনে রেখে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। তথ্য প্রযুক্তি সেবা মানুষের দোরগোড়ায় পৌছিয়ে দেয়ার জন্য মূলত এ মেলার আয়োজন করে বিভাগীয় কমিশনারের কার্যালয়। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ।
এসময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমেনা বেগম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. মো. মোকছেদ আলী, জেলা প্রশাসক শামীম আহমেদ, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি রশিদুল হাসান, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
বিজ্ঞানের আলোকে প্রষ্ফুটিত করে তরুন প্রজন্মকে বিকাশিত করে তুলার জন্য ডিজিটাল উদ্ভাবনী মেলা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আল/দীপ্ত সংবাদ