রাজশাহী রেলস্টেশনের ওয়াশপিটের সামনে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ও পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (১৫ মার্চ) দুপুর ২টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনের কাছেই দুটি একে অপরকে সাইডে ধাক্কা দেয়। এতে এক লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে স্টেশনমাস্টার আবুল কালাম আজাদ বলেন, বাংলাবান্ধা ওয়াশপিট থেকে স্টেশনের দিকে আর ধূমকেতু এক্সপ্রেস স্টেশন থেকে ওয়াশপিটের দিকে যাচ্ছিল। সিগন্যাল পয়েন্ট সমস্যা থাকায় ধূমকেতু এক্সপ্রেসকে ধাক্কা দিয়ে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে দুটি ট্রেনের একাধিক বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বর্তমানে এক লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এ সময় যাত্রী ছিল না, তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে দুটি ট্রেনেরই একটি করে বগি লাইনচ্যুত হয়ে গেছে, যার কারণে ট্রেন চলাচলে কিছুটা সমস্যা হয়েছে।
আল