সাংবাদিক ও কলামিস্ট রিন্টু আনোয়ার বলেছেন, সাংবাদিকতা একটি মহৎ ও মহান পেশা। সাংবাদিকগন রাষ্ট্রের চতুর্থ দর্পন, জাতির বিবেক। প্রত্যেক সাংবাদিকেরই নিঃসন্দেহে জনকল্যাণের উদ্দেশ্য নিয়ে কাজ করা উচিত কিন্তু বর্তমান সময়ে সাংবাদিকদের সম্মান, মর্যাদা ও পেশাদারিত্ব হুমকির সম্মুখীন, তাই আজ সাংবাদিকদের ঐক্যের কোন বিকল্প নাই। ভবিষ্যতে রাজনৈতিক দূর্দিন আসছে, তাই পেশাগত দায়িত্বপালনের সময় সাংবাদিকদের দূরদর্শিতার পরিচয় দিতে হবে।
সোমবার (২৪ এপ্রিল) রাতে স্থানীয় স্টার রেডিসন কনভেনশন হলে ফেনীর দাগনভূঞা প্রেসক্লাবের ঈদ আড্ডায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আপন গোল্ড দুবাই এর স্বত্বাধিকারী মো. ইসমাঈল, মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক শহীদুল আলম ইমরান, আর টিভির ফেনী প্রতিনিধি আজাদ মালদার, বাংলা ভিশনের ফেনী প্রতিনিধি রফিকুল ইসলাম, বিটিভির ফেনী জেলা প্রতিনিধি শওকত মাহমুদ, দেশ টিভির ফেনী প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আত্তার, দীপ্ত টিভির রিপোর্টার আবদুল্লাহ আল–মামুন।
দাগনভূঞা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমাম হোসেন এমামের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ তাহের পন্ডিত, সিরাজ উদ্দিন দুলাল, ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমান হিরো, প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ শরীফ ভূঞা, ক্লাবের বর্তমান সহসভাপতি কাজী ইফতেখারুল আলম, সহ–সম্পাদক আবদুল্লাহ আল মামুন, নাজমুল হোসেন, ক্লাব সদস্য মাওলানা এম এ কুদ্দুস, আলা উদ্দিন আল হাসান, মো. জাহাঙ্গীর।
এতে দাগনভূঞা প্রেসক্লাবের সদস্যরা সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক রিন্টু আনোয়ারের জন্ম ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ করিমপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তিনি ২০১৪ ও ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ফেনী–৩ (দাগনভূঞা–সোনাগাজী) আসনে জাতীয় পার্টি থেকে অংশ নেন।
যূথী/দীপ্ত সংবাদ