ঘূর্ণিঝড় সিত্রাংয়ের রাজধানীর দুই শতাধিক স্থানে গাছ ভেঙ্গে রাস্তায় পড়েছে। আবার কোথাও কোথাও তৈরি হয়েছে জলাবদ্ধতা। ফলে অনেক সড়কে যান চলাচল বিঘ্ন হওয়ায় সড়কে রয়েছে ধীরগতি। এর প্রভার পড়েছে রাজধানীর অন্যান্য সড়কেও।
অধিকাংশ স্থানেই স্থানীয়দের সহায়তায় পুলিশ, ট্রাফিক বিভাগ, ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশন সড়কে ভেঙ্গে পড়া গাছ সরিয়ে নিচ্ছে। সড়কে জমে থাকা পানি অপসারণেরও কাজ চলছে। খোঁজ নিয়ে জানা যায়, সোমবার সন্ধ্যার পর থেকে মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোর পর্যন্ত ঝোড়ো হাওয়ায় রাজধানীর বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়লেও এতে কোনো হাতাহতের খবর পাওয়া যায়নি।
ডিএমপি ট্রাফিক বিভাগ জানায়, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে রাজধানীর রমনা এলাকার ২৫ টি স্থানে, মতিঝিলের ২৪ টি স্থানে, গুলশানের ৩০ টি স্থানে, তেজগাঁওয়ের ৩০ টি স্থানসহ প্রায় ২০০ স্থানে গাছ ভেঙে পড়েছে। এরমধ্যে অনেক এলাকার সড়কের উপরেই গাছ ভেঙে পড়ায় যান চলাচল বিঘ্ন হয়েছে। তবে দ্রুতই স্থানীয়দের সহযোগিতায় ট্রাফিক পুলিশ সেগুলো অপসারণে কাজ শুরু করে।
এ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া এ সড়ক ব্যবহার না করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।