মিরপুর-১২ নম্বরের ঝিলপাড় বস্তির আগুন ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ও সেনাবাহিনীর সদস্যদের প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিস জানান, বেলা ১২টা ৫৭ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ১টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে যোগ দেয় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। দুপুর ২টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আরও পড়ুন: কক্সবাজার–ঢাকা রেলপথে বিশেষ ট্রেন
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুনে বস্তির বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে।
উল্লেখ্য, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তায় যোগ দেয় সেনাবাহিনী।
এসএ/দীপ্ত সংবাদ