রাজধানীর জাতীয় জাদুঘরে শুরু হয়েছে বিভিন্ন দেশের মুদ্রা, ডাকটিকিট ও দিয়াশলাইয়ের প্রদর্শনী। এসব সংগ্রহ করেছেন বাংলাদেশের তিন ব্যক্তি। এদের একজনের কাছে ২০ হাজার দিয়াশলাই এবং আরেকজনের কাছে আছে ৭ হাজারের বেশি মুদ্রা।
নানা দেশের মুদ্রা, ডাকটিকিট আর দিয়াশলাইয়ের বিশাল পসরা। আছে বাংলাদেশের স্বাধীনতা পূর্ব ও পরবর্তী সময়ের ঐতিহাসিক স্ট্যাম্প, স্যুভেনির ও স্মারক খাম। এসব নিয়ে শুক্রবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে শুরু হয় প্রদর্শনী। এমন আয়োজনে মুগ্ধ দর্শনার্থীরা। বাবা-মায়ের সাথে এ প্রদর্শনী দেখতে এসেছিল শিশুরাও।
মুদ্রা, ডাকটিকিট ও দিয়াশলাইয়ের এ সংগ্রহ কামরুজ্জামান কায়সার, রবিউল ইসলাম ও খন্দকার শাকিল হকের। শখ আর ঐতিহ্য ধরে রাখতেই তাদের এ উদ্যোগ।
প্রচলিত ব্যাংক নোটের পাশাপাশি পলিমার, হাইব্রিড ও গোল্ড ফয়েলও স্থান পেয়েছে প্রদর্শনীতে। এ আয়োজন চলবে আগামী ৬ নভেম্বর পর্যন্ত।