বেশ কিছুদিন ধরে তীব্র দাবদাহে পুড়ছে রাজধানীসহ গোটা দেশ। ৫৮ বছরের ইতিহাসে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গত রবিবার (১৬ এপ্রিল)। দেখা নেই বৃষ্টির। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে মানুষ। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রচন্ড এই গরমে রোজা রাখতে বেশ কষ্ট হচ্ছে ধর্মপ্রাণ মসল্লিদের।
এর থেকে পরিত্রাণের পেতে বৃষ্টির জন্য রাজধানীতে ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর আফতাবনগর এল ব্লক খেলার মাঠে ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়। এতে সহস্রাধিক মুসল্লি অংশ নেন।
নামাজে ইমামতি করেন মুফতি শায়খ আহমদুল্লাহ। নামাজ শেষে বৃষ্টির জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানিয়ে দোয়া পরিচালনা করেন তিনি। এ সময় মুসল্লিরা অঝরে চোখের জল ছেড়ে মোনাজাত, তওবা ও ক্ষমা প্রার্থনা করেন। এ সময় চলমান বৈশ্বিক সংকট থেকে মুক্তির জন্য দোয়াও করা হয়।
নামাজে অংশগ্রহণ করা মুসল্লিরা বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নত। তাই আমরা সবাই একত্র হয়ে এ নামাজ আদায় করেছি।
আফ/দীপ্ত সংবাদ