রাজধানীতে গত দুই সপ্তাহে অন্তত ৫টি বহুতল ভবনে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ভবনে একের পর এক দুর্ঘটনার জন্য বিশেষজ্ঞরা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসিকে দায়ী করছেন।
শীতকালের শেষে রাজধানীতে আবাসিক থেকে শুরু করে ব্যবসায়িক বহুতল ভবনগুলোতে প্রতিবছরই এমন দুর্ঘটনা লক্ষ করা যায়। গরমের শুরুতে যথাযথ রক্ষণাবেক্ষণ না করে চালানোর কারণেই বিস্ফোরণ ঘটছে বলে জানান বিশেষজ্ঞরা। তাই দুর্ঘটনা এড়াতে বছরে তিনবার এবং বিশেষভাবে শীতকালের শেষে এসির মেইনটেনেন্সের তাগিদ দেন তারা।
তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সালাউদ্দিন সেলিম বলেন, এসির সার্ভিসিং নিয়মিত করা হয় না। ফলে এসির পাইপলাইন এবং গ্যাস সিলিন্ডারে ব্লক তৈরি হয়। তাছাড়া দু-তিন মাস না চালানোর কারণে লিকুইড বাষ্প হয়ে যায়। সেই অবস্থায় এসির কার্যক্রম শুরু হলে কম্প্রেসারে বেশি চাপ পড়ে। এখান থেকে বিস্ফোরণ হতে পারে।’
শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বিশেষজ্ঞ মহিউদ্দিন পরামর্শ দিয়ে বলেন, ‘ধুলাবালি কম, এমন জায়গায় এসি বসানো ভালো। একেকটি এসি বসাতে ভবনের বাইরে যে পরিমাণ জায়গা দরকার, সেই পরিমাণ জায়গা দেয়া হচ্ছে না। ফলে একটা মেশিনের গরম আরেকটা মেশিনে ছড়িয়ে পড়ছে, যেখান থেকে বিস্ফোরণ হচ্ছে।’
এছাড়াও দুর্ঘটনা এড়াতে নিম্নমানের গ্যাস পরিহার করাসহ যথেষ্ট পরিমাণ জায়গা নিয়ে গ্রাহকদের এসি বসানোর দিকে নজর রাখার পরামর্শ দেন তারা।
এমি/দীপ্ত