রাজধানীতে ডেঙ্গু রোগীর চাপ বাড়ায়, তীব্র হচ্ছে স্যালাইনের সংকট। এই সুযোগে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে অনেক ফার্মেসি। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। চলতি বছরের মার্চ থেকে এখানে এক হাজারের বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। চারটি ওয়ার্ডে দেওয়া হচ্ছে চিকিৎসা। প্রতিদিনই আসছেন আক্রান্ত মানুষ। সামনের দিনগুলোতে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায়, বিভিন্ন ধরনের স্যালাইনের সংকট দেখা দিয়েছে। সরবরাহ কম– এই অজুহাতে বেড়েছে দাম। শনিবার (১২ আগস্ট) মানিকগঞ্জে আড়াইশ শয্যার জেনারেল হাসপাতালের ডেঙ্গু ইউনিট পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, দ্রুত স্যালাইন সংকট সমাধানের চেষ্টা চলছে।
চলতি মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাড়ে তিনশ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। গত বছর এ সংখ্যা ছিল ২৮১।
আল/দীপ্ত সংবাদ