সোমবার, এপ্রিল ২১, ২০২৫
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

রমজানেও আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখবে বিএনপি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবিতে রমজানের মধ্যেও কর্মসূচি ঘোষণা করেছেন।

শুক্রবার (২৪ মার্চ) রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে ইফতারের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে রমজান মাসেও সরকারবিরোধী এ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।

মির্জা ফখরুল বলেন, জিনিসপত্রের দাম আকাশচুম্বী। সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি ও অতিমুনাফার লোভে দ্রব্যমূল্যের দাম বাড়ছে৷ তারা নির্বাচিত সরকার নয়। এ সরকার হটাতে আন্দোলন চলছে, চলবে।

তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে আন্দোলনের বিকল্প নেই মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, সারা দেশে চলমান আন্দোলন রমজানেও অব্যাহত থাকবে। আন্দোলনের অংশ হিসেবে থাকবে আগামী ১ এপ্রিল সারা দেশে জেলা, মহানগর পর্যায়ে ২টা থেকে ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি। ৮ এপ্রিল থানা, জেলা ও উপজেলায় ৩টা থেকে ৫টা পর্যন্ত অবস্থান কর্মসূচি। আর ৯ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ৩টা থেকে ৬টা পর্যন্ত ইউনিয়ন পর্যায়ে প্রচারপত্র বিলি করা হবে।

এফএম/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More