রবিবার (৫ অক্টোবর) থেকে আবারও ৪৮ ঘন্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি। সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের দাবিতে টানা তিন দিনের অবরোধ শেষে এবার দুই দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে তারা।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেন।
রিজভী বলেন, আগামী রবিবার ভোর ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত সারা দেশের সড়ক, নৌ ও রেলপথে এই সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।
অবরোধের পাশাপাশি শুক্রবার বিশেষ দোয়া কর্মসূচিও ঘোষণা করেন রিজভী। তিনি বলেন, ২৮ অক্টোবর থেকে চলমান আন্দোলনে মারা যাওয়া নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনায় বিএনপির পক্ষ থেকে শুক্রবার দেশজুড়ে মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত করা হবে।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে রাজধানী ঢাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। সমাবেশ পণ্ড ও নেতা–কর্মীদের ওপর হামলার প্রতিবাদে রবিবার (২৯ অক্টোবর) হরতাল পালন করে বিএনপি।
এরপর মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে সারাদেশে তিন দিনের অবরোধ কর্মসূচি শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার। হরতাল ও অবরোধ চলাকালে সারা দেশে অ্যাম্বুলেন্সসহ যাত্রীবাহী বেশ কিছু বাসে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা।
এসএ/দীপ্ত নিউজ