‘এর আগেও রওশন এরশাদ এমন ঘোষণা দিয়েছিলেন। তার এমন ঘোষণা অগঠনতান্ত্রিক,এর কোনো ভিত্তি নেই‘ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
রোববার (২৮ জানুয়ারি) দুপুর ২টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
চুন্নু বলেন, জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুযায়ী প্রধান পৃষ্ঠপোষক চেয়ারম্যান বা মহাসচিবসহ দলের কোনো নেতা–কর্মীকেই দল থেকে বাদ দিতে পারেন না। আগেও উনি (রওশন) দুইবার নিজেকে চেয়ারম্যান ঘোষণা করে আমাদের বাদ দিয়েছিলেন। ওনার বক্তব্য আমরা আমলে নিচ্ছি না।
তিনি আরও বলেন, ‘প্রত্যেকটা দলের একটা গঠনতন্ত্র আছে, নিয়ম আছে। আমাদের গঠনতন্ত্রে এমন কোনো ধারা নাই যাতে দলের প্রধান পৃষ্ঠপোষক–দলের চেয়ারম্যান, মহাসচিব বা অন্য কাউকে বাদ দেবেন। এটা আমাদের গঠনতন্ত্রে নাই।’
তাদের সম্মেলন করারও কোনো অধিকার নেই জানিয়ে চুন্নু বলেন, ‘এই ধরনের কিছু করার তাদের কোনো অধিকার নাই। যারা মিটিং করেছেন, আমাদের অব্যাহতির কথা বলেছেন, তারা দলের কেউ না।’
উল্লেখ্য, রবিবার দুপুরে গুলশানে নিজবাসায় আয়োজিত মতবিনিময় সভায় চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার ঘোষণা দেন রওশন এরশাদ। দলের মহাসচিব হিসেবে ঘোষণা করা হয়েছে কাজী মামুনুর রশিদের নাম। সভায় রওশন এরশাদ বলেন তার নেতৃত্বে জাতীয় পার্টির সম্মেলন করা হবে।
আরও পড়ুন: জাপার চেয়ারম্যানের দায়িত্ব নিলেন রওশন এরশাদ
এসএ/দীপ্ত নিউজ