টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইনজুরিতে থাকা পেসার তাসকিনকে নিয়েই বিমানে চড়বে টাইগরার।
ফর্মহীনতায় ভুগলেও লিটন দাসের ওপর আস্থা রেখেছে বোর্ড। বিপিএলে দারুণ ছন্দে থাকা মোহাম্মদ সাইফউদ্দিন স্কোয়াডে জায়গা পাননি।
দলের অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্ত। অন্যদিকে সহঅধিনায়কের দায়িত্ব পেয়েছেন পেসার তাসকিন আহমেদ।
বালাদেশের বিশ্বকাপ স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, তানভির ইসলাম, শেখ মাহাদি, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম সাকিব।
রিজার্ভ: আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ।