ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির নতুন চুক্তিতে ইতিবাচক সাড়া দিয়েছে হামাস। যুক্তরাষ্ট্র, কাতার, মিসর এবং ইসরায়েলের তত্ত্বাবধানে হওয়া এই চুক্তি সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, খসড়া চুক্তিতে ৬ মাসের যুদ্ধবিরতি এবং জিম্মি ও বন্দি বিনিময়ের প্রস্তাব করা হয়েছে। গাজা পুনর্গঠন সংক্রান্ত কয়েকটা ধারা চুক্তিতে যুক্ত করার দাবি জানিয়েছে হামাস।
আরও পড়ুন: গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ভোটাভুটি ফের স্থগিত
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বর্তমানে মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন। হামাসের প্রতিক্রিয়া প্রসঙ্গে ইসরায়েলের অবস্থান জানতে বুধবার বৈঠক করবেন তিনি।
আল / দীপ্ত সংবাদ