যুক্তরাষ্ট্রের আলোচিত ‘ডিজাস্টার গার্ল মিম’ এর একটি ছবি ৫ লাখ ডলারে বিক্রি হয়েছে। ৪ বছর বয়সে নর্থ ক্যারোলিনায় আগুন লাগা একটি বাড়ির সামনে ওই ছবিটি তুলেছিলেন তারা বাবা। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডিজেস্টার গার্ল মিম’ নামে পরিচিত জোয়ি রথ। এখন বয়স ২১ বছর। নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন শান্তি, যুদ্ধ ও প্রতিরক্ষা নিয়ে।
২০০৫ সালে জোয়ির বয়স ৪ বছর। তখন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় একটি ভবনে আগুন লাগে। বাসায় ছোট ভাইয়ের সঙ্গে টিভি দেখছিল সে। আগুনের সাইরেন শুনে এবং আশেপাশের মানুষের হুড়োহুড়ি দেখে, ভবনটির কাছে যায় জোয়ি। তখন তার বাবা পিচু নিয়ে, একের পর এক ছবি তোলেন। কিছুক্ষণ পর সবাই দেখতে পেল, আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের কর্মীদের কোনো তাড়া নেই। সেখানে মূলত আগুন নেভানোর মহড়া ছলছিল। বাড়িটির মালিক ফায়ার ডিপার্টমেন্টকে তা দান করেছিলেন।
২০০৮ সালে জোয়িদের বাসার মেইল বক্সে একটি ম্যাগাজিন আসে, যাতে জোয়ির সেই ছবিটি ছাপা হয়। ‘JPG’ নামের একটি ম্যাগাজিন তখন ‘Emotion Capture’ নামের একটি ছবি প্রতিযোগিতার আয়োজন করে এবং জোয়ি রথের বাবা সেই প্রতিযোগিতায় ছবিটি পাঠান।
জোয়ির এই ছবি এরইমধ্যে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। অনেকে ছবিটি ফটোশপ করে ব্যবহার করেন। এরই ধারাবাহিকতায় ‘ডিজাস্টার গার্ল মিম’ নামে পরিচিতি পায় জোয়ি। এনএফটি নামের একটি প্রতিষ্ঠান চলতি বছর জোয়ির রথের এই ছবিটি নিলামে তোলে। যা বিক্রি হয়েছে ৫ লাখ ডলারে।