নওগাঁর রাণীনগরে ব্যাটারিচালিত অটোরিকশা–ভ্যানসহ অন্যান্য যানবাহনে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ক্ষতিকর এলইডি লাইটের ব্যবহার। বিশেষ করে রাতে চলাচলের সময় এসব যানবাহনে যুক্ত করা তীব্র আলোর এলইডি লাইট বিপরীত দিক থেকে আসা যাত্রী ও যানবাহনের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে।
এসব ক্ষতিকর এলইডি লাইটের কারণে যেমন ঘটছে দুর্ঘটনা তার সঙ্গে চোখেরও চরম ক্ষতি হচ্ছে। তাই যানবাহনে এই সব ক্ষতিকর লাইট ব্যবহার না করার জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুরু করা হয়েছে অভিযান।
এ কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (১৬ মে) উপজেলা পরিষদ প্রাঙ্গণের আশেপাশের এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন এলইডি লাইট মূলত আবাসিক ভবনগুলোতে ব্যবহারের জন্য। কিন্তু দিন দিন রাতে চলাচলকারী যানবাহনগুলোতে তীব্র আলোর ক্ষতিকর এলইডি লাইটের ব্যবহার বেড়েই চলেছে। যার কারণে রাতে প্রতিনিয়তই সড়কগুলোতে ঘটছে দুর্ঘটনা।
তাই উপজেলাবাসীকে এ সমস্যা থেকে দ্রুত উত্তরণ করার লক্ষ্যেই এ অভিযান শুরু করা হয়েছে। আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে।
আব্দুর রউফ রিপন/এমি/দীপ্ত নিউজ