শেখ হাসিনার পতনের পর বিজয় মিছিল থেকে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের মালিকানাধীন পাঁচ তারকা হোটেলে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। এসময় হোটেলে আটকে মোট ২১ জন মারা গেছে। নিহতদের অধিকাংশই আন্দোলনকারী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সোমবার (৬ আগস্ট) বিকেলে বিজয় মিছিল থেকে বিক্ষুব্ধ জনতার একটি অংশ যশোরে পাঁচ তারকা হোটেল জাবির ইন্টারন্যাশনালে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।
মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত যশোর ২৫০ শয্যা হাসপাতাল সূত্রে জানা গেছে, এ আগুনে অনন্ত ২১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এছাড়া শতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী জানায়, শেখ হাসিনার পদত্যাগের ঘোষণার পর সোমবার বিকেলে বিজয় মিছিল থেকে বিক্ষুব্ধ জনতার একটি দল জাবির হোটেলে হানা দেয়। এ সময় দুই শতাধিক আন্দোলনকারী হোটেলটির বেজমেন্টে ঢুকেই সিঁড়ি বেয়ে ১৪ তলা পর্যন্ত উঠে যায়।
এদিকে নিচে থাকা বিক্ষুব্ধ আন্দোলনকারীদের মধ্যে কয়েকজন যুবক পেট্টল দিয়ে আগুন দিতে শুরু করে। পর্যায়ক্রমে তারা কয়েকটি তলায় আগুন ধরিয়ে দেয়। এতে দাউ দাউ করে পুরো ১৪ তলাই কয়েক মিনিটের মধ্যে জ্বলতে থাকে। এতে উপরে থাকা বেশির ভাগ আন্দোলনকারী বের হতে পারেনি। ফলে আগুনের ধোয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে অক্সিজেনের অভাবে তারা মারা গেছে। এ ঘটনায় রাত ১২টা পর্যন্ত অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন ২১ জন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যশোরের সহকারী পরিচালক মামুনুর রশিদ বলেন, ‘কি দিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেটা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। সকাল পর্যন্ত ২১ জন মরদেহ উদ্ধার করেছি। উদ্ধার কাজ সমাপ্ত করা হয়েছে।
শাহীন চাকলাদারের মালিকানাধীন পাঁচ তারকা হোটেলে আগুন ছাড়াও শহরের কাজীপাড়া কাঠালতলা এলাকায় অবস্থিত বাসভবনে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
জুবায়ের আহমেদ/এজে/দীপ্ত সংবাদ