শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪
শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪

যশোরে ভাইরাল হওয়া ভিডিওতে ব্যবহৃত উপকরণ জব্দ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

যশোরে অস্ত্রসদৃশ্য বস্তু নিয়ে কালো কাপড়ে মুখ বাঁধা অবস্থায় দাঁড়িয়ে আরবিতে বক্তব্য দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় পর নড়েচড়ে বসেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) রাতেই শহরতলীর রামনগর রাজারহাটে অবস্থিত মাদ্রাসাটিতে অভিযান পরিচালনা করে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় সেখান থেকে ভিডিওতে ব্যবহৃত বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

এদিকে বিষয়টি নিয়ে জনমনে বিভ্রান্তি না ছড়াতে জেলা পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার নূরআলম সিদ্দিকী জানান, সম্প্রতি যশোর জামিয়া ইসলামিয়া রামনগর, রাজারহাট যশোরের ব্যানারে দুইজন অস্ত্রসদৃশ্য কালো কাপড়ে মুখ বাঁধা অবস্থায় সামনে দাঁড়িয়ে আছে এবং তাদের মাঝখানে মুখ বাঁধা অবস্থায় আরো একজন আরবিতে বক্তব্য দিচ্ছে এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়লে জেলা পুলিশের সাইবার পেট্রোলিং সেলের নজরে আসে।

ঊর্ধ্বতন কতৃপক্ষকের নির্দেশে এই ঘটনার আসল রহস্য অনুসন্ধানে জেলা পুলিশের একাধিক টিম মাঠে নামে। অনুসন্ধানের একপর্যায়ে জানা যায় গত ১৭ই ডিসেম্বর মাদ্রাসায় বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিলো। প্রতিযোগিতার অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানটির তিনজন ছাত্র যেমন খুশী তেমন সাজো প্রতিযোগিতায় অংশ নেয়। এই ভিডিওটি তারই অংশ। পুলিশ রাতেই মাদ্রাসায় সরেজমিনে গিয়ে দেখতে পায় দুটি অস্ত্রসদৃশ্য বস্তু যা ককশিট ও কাঠের তৈরি। এছাড়া সেখান থেকে ভিডিওতে ব্যবহৃত বিভিন্ন উপকরন জব্দ করা হয়।

এদিকে সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট তৈরি, নির্বাচন আপলোড করার ক্ষেত্রে অধিকতর সচেতন হওয়া এবং ভিডিওটি নতুন করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার বা পোস্ট করে প্রচার ও জনমনে নতুন কোন বিভ্রান্তি সৃষ্টি না করতে সবার প্রতি অনুরোধ জানান তিনি।

জুবায়ের/আল/দীপ্ত

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More