যশোরের মনিরামপুর ও বাঘারপাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে।
রবিবার (৬ জুলাই) যশোর–সাতক্ষীরা মহাসড়ক ও যশোর–নড়াইল মহাসড়কের রোস্তমপুর এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
দুপুরে মনিরামপুর ডিগ্রী কলেজের সামনে বাসের ধাক্কায় ভ্যানচালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ওই ভ্যানে থাকা আরও তিন যাত্রী।
নিহতরা হলেন– মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামের ভ্যানচালক নাজমুল হোসেন (৪০) এবং যাত্রী গাইবান্ধা জেলার শেখহাটি উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের রতন হোসেন (২৭)। এসময় গুরুতর আহত অবস্থায় তিনজনকে প্রথমে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চালক আব্দুল গণিকে বাসসহ আটক করেছে মনিরামপুর থানা পুলিশ।
প্রতক্ষদর্শীদের বরাত দিয়ে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ শেখ বাবলুর খান জানান, সাতক্ষীরা থেকে যশোরগামী একটি যাত্রীবাহী বাস মণিরামপুর ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে যাত্রীবাহী ভ্যানের পিছন থেকে ধাক্কা দেয়। এতে করে বাসের চাকায় পিষ্ট হয়ে ভ্যান চালক নাজমুল হোসেন ও যাত্রী রতন হোসেন ঘটনাস্থলে মারা যান। আহত হন ভ্যানে থাকা তিনযাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়া হয়।
খবর পেয়ে মনিরামপুর থানার পুলিশ হাইওয়ে পুলিশের সহায়তায় বেগারিতলা নামকস্থানে গতিরোধ করে বাস ও চালক আব্দুল গনিকে আটক করা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান।
এদিকে যশোর–নড়াইল মহাসড়কের বাঘারপাড়া উপজেলার রুস্তমপুর বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে গেলে খোকন (৪৫) নামে এক যাত্রী আহত হয়েছেন।
বেলা ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। যশোর থেকে নড়াইলগামী যাত্রীবাহী বাসটি রুস্তমপুর বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
জুবায়ের আহমেদ/এজে/দীপ্ত সংবাদ