প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “কমিউনিটি আই সেন্টার” স্থাপন কার্যক্রমের অংশ হিসেবে মৌলভীবাজারে “ কমিউনিটি আই সেন্টার” এর উদ্বোধন করেন।
সোমবার (১৬ অক্টোবর) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা পরিষদ অডিটোরিয়ামে গণভবন থেকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালী যুক্ত হয়ে এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন।
একই সাথে তিনি চতুর্থ পর্যায়ে দেশের সাতটি বিভাগের ২৮টি জেলার ৬৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ৬৫টি কমিউনিটি আই সেন্টার উদ্বোধন ঘোষনা করেন। এর মধ্যে মৌলভীবাজার জেলার চারটি আই সেন্টার রয়েছে। এ সময় উপকারভোগী দুইজন প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন।
শ্রীমঙ্গল, উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৪ আসেনর সংসদ সদস্য উপাধক্ষ্য আব্দুস শহীদ এম পি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিকী, সিলেট রেঞ্জের ডি আই জি, শাহ মিজান শাফিউর রহমান, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, জেলা সিভিল সার্জন ডা: চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, পুলিশ সুপার মো: মনজুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনসহ জেলা উপজেলার সরকারি কমর্কর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এখানে আই সেন্টার চালু হওয়ায় মানুষ চোখের সর্বোচ্চ সেবা পাবে। এমনটা আশা সংশ্লিষ্ট সকলের।
বকশী মিছবাহ উর রহমান/পূর্ণিমা/দীপ্ত নিউজ