মৌমাছি হুল ফুটানোয় মারিয়া আক্তার (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে । শুক্রবার (৭ জুলাই) ফেনীর পরশুরাম উপজেলার পৌর এলাকার বাউর খুমা আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটেছে।
মারিয়া আক্তার সৌদি প্রবাসী আলমগীর হোসেনের মেয়ে।
পরিবার সুত্রে জানা যায়, রাতের খাবার শেষে আলমগীর হোসেনের স্ত্রী মরিয়ম মেয়ে মারিয়াকে নিয়ে ঘুমিয়ে পড়েন, গভীর রাতে মৌমাছি মারিয়ার শরীরে বিভিন্ন স্থানে হুল ফুটায়। শিশুর মুখ, হাত ও পায়ের বিভিন্ন স্থানে মৌমাছির একাধিক হুলের দাগ দেখা গেছে। শুক্রবার সকালে মারিয়াকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিলে সে বাড়িতেই মারা যায়।
পরশুরাম পৌরসভার কাউন্সিলর খোরশেদ আলম জানান, প্রবাসী আলমগীরের মেয়ে মৌমাছির বিষাক্ত হুলে মারা গেছে। শুক্রবার (৭ জুলাই) বিকেলে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
আল–মামুন/এসএ/দীপ্ত নিউজ