বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫
বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫

মোতাকাব্বীর আহমেদকে অব্যাহতি, আটাবের নতুন প্রশাসক সাইফ উদ্দিন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)-এর প্রশাসকের দায়িত্ব থেকে উপসচিব মোতাকাব্বীর আহমেদকে অব্যাহতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তার স্থলাভিষিক্ত হয়েছেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. সাইফ উদ্দিন আহম্মদ।

বুধবার (২২ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন২ শাখা থেকে জারি করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ রেহান উদ্দিনের স্বাক্ষরিত আদেশে, নতুন প্রশাসক ড. সাইফ উদ্দিন আহম্মদকে চার () মাসের মধ্যে আটাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, তিনি নির্ধারিত সময়ের মধ্যে সঠিক ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচন সম্পন্ন ও নতুন নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন এবং মন্ত্রণালয়কে এ বিষয়ে অবহিত করবেন।

একই আদেশে উল্লেখ করা হয়েছে, বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা অনুযায়ী আটাবের বৃহত্তর স্বার্থে. সাইফ উদ্দিন আহম্মদকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তবে গুঞ্জন রয়েছে, মোতাকাব্বীর আহমেদকে অব্যাহতির পেছনে রয়েছে টিকিট সিন্ডিকেট নিয়ে চলমান বিতর্ক। তিনি প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর থেকেই মধ্যপ্রাচ্যের টিকিটের দাম হু হু করে বাড়তে শুরু করে। সাধারণত ৪০ হাজার টাকায় বিক্রি হওয়া টিকিট একসময় এক লক্ষ টাকার ওপরে উঠে যায়। এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে সক্রিয় সিন্ডিকেটের সঙ্গে মোতাকাব্বীর আহমেদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছিল।

এছাড়াও অভিযোগ রয়েছে, মোতাকাব্বীর আহমেদ নিজেই সিন্ডিকেটের মাধ্যমে টিকিট নিয়ে দুই মাসের মধ্যে দুইবার পরিবারসহ লন্ডনসহ ইউরোপের বিভিন্ন দেশ সফর করেছেন। যদিও তার সরকারি আদেশে (জিও) শুধুমাত্র লন্ডনে ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু তিনি সেই অনুমতির বাইরে ইউরোপের কয়েকটি দেশ ভ্রমণ করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই দফা ইউরোপ সফরের টিকিটের মূল্য প্রায় ২২ লাখ টাকার বেশি। তিনি পরিবারসহ বিজনেস ক্লাসে ভ্রমণ করেছেন যাহা একেকটি টিকেটের মূল্য প্রায় ৩ লাখ টাকা।

তার বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ, যাদের নামে টিকিট সিন্ডিকেটের মামলা হয়েছে, টিকেট কারসাজি করার কারণে যাদের লাইসেন্স বাতিল করেছে সরকার; তাদের নিয়ে তিনি একাধিকবার বৈঠক করেছেন।

এসব প্রেক্ষাপটেই তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More