কাতার বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে ৩৬ বছর পর ট্রফি ঘরে তুলেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির হাতেই গেল স্বপ্নের বিশ্বকাপ।
বিশ্বজুড়ে মেসির ভক্ত অগণিত। বহু শোবিজ তারকাও এই সর্বকালের সেরা ফুটবলারের অন্ধভক্ত। তাই মেসির হতে ট্রফি দেখে আপ্লুত হয়েছেন অনেকে। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে আর্জেন্টিনা জয় যেন বাধ ভাঙা আনন্দে ভাসাচ্ছেন তারকাদের।
আর্জেন্টিনার সমর্থক অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি উচ্ছ্বাস প্রকাশ করে ফেসবুকে লেখেন, ‘বোঝো নাই ব্যাপারটা? অভিনন্দন আর্জেন্টিনা।’
প্রিয় দলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমণি। বিশ্বকাপের শুরু থেকেই তিনি আর্জেন্টিনাকে সাপোর্ট করে আসছিলেন। তাই এই ঐতিহাস্যিক জয়ে আবেগ ধরে রাখতে পারেননি। খেলা শেষ হতেই তিনি ফেসবুকে লেখেন, ‘আমি কেমন বোকার মতো এখনো কানতেছি! রাজ তাড়াতাড়ি আমাকে নিয়ে আর্জেন্টিনা চলো।’
স্পেনের সাপোর্টার হলে চিত্রনায়ক সিয়াম আহমেদ চেয়েছিলেন মেসি হাতেই এই বিশ্বকাপটা যাক। আর সেটাই হলো । এতে দারুণ খুশি এই জনপ্রিয় অভিনেতা।
ফুটবল খেলা বোঝার পর থেকেই আর্জেন্টিনার সমর্থক চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী। মেসির স্বপ্ন পূরণের আনন্দ ছুঁয়েছে তাকেও। তিনি বলেন, ‘এখনো বিশ্বাস করতে পারছি না আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে। চোখে পানি চলে এসেছিl’
উচ্ছ্বাস প্রকাশ করেছেন আরেক চিত্রনায়িকা পূজা চেরি। তিনি লিখেছেন, ‘প্রাউড।’ মেসির জয়ে আপ্লুত অভনেত্রী মেহজাবিন চৌধুরীও।
এছাড়া ব্রাজিলের সমর্থক হয়েও চিত্রনায়ক ওমর সানী, সাইমন সাদিক, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমসহ অনেকে অভিন্দন জানিয়েছে নতুন বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও দলটির অধিনায়ক মেসিকে।