মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫
মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫

মেডিকেল ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

২০২৫২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) রাতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে স্বাক্ষর করেন অধিদপ্তর পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে, চলবে ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে ফি জমা দেওয়া যাবে ২২ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৭ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর সকাল ১০ট থেকে সোয়া ১১টা পর্যন্ত।

২০২৫২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফি ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা শুধু প্রিপেইড টেলিটক সীম ব্যবহার করে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তি তথ্যমতে, দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তিতে মোট আসন সংখ্যা ৫ হাজার ১০০টি। আর বিডিএস কোর্সে ঢাকা ডেন্টাল কলেজসহ অন্যান্য ৮টি সরকারি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে মোট আসনসংখ্যা ৫৪৫টি।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More