শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

মেডিকেলগুলোতে যন্ত্রপাতি নষ্ট থাকায় স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দেশের সরকারি মেডিকেলগুলোতে দীর্ঘদিন যন্ত্রপাতি নষ্ট থাকা ও বিকেলে চিকিৎসক না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

শনিবার (৬ জুলাই) সকাল থেকে চট্টগ্রামে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন ও চিকিৎসক, রোগীদের সাথে মতবিনিময় করেন তিনি।

সময় মন্ত্রী বলেন, সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার হাসপাতালে যান না। উনাদের আস্থা নেই, তাই বিদেশ চলে যান। জনপ্রতিনিধিদের নিজ এলাকার হাসপাতালে চিকিৎসা নিলে স্বাস্থ্য সেবার মান অনেক বাড়তো।

মন্ত্রী চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঝটিকা পরিদর্শন করেন। সেবার মান নিয়ে কথা বলেন রোগীদের সাথে। এরপর মেডিকেলের সার্বিক সমস্যা, নষ্ট হওয়া যন্ত্রপাতি ও চিকিৎসা সেবা নিয়ে বৈঠকে বসেন চিকিৎসকদের সাথে। এসময় চিকিৎসকরা চট্টগ্রাম মেডিকেলের যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে নষ্ট থাকা, জনবল সংকটসহ নানা সমস্যা তুলে ধরেন।

মন্ত্রী বলেন, চট্টগ্রাম মেডিকেলে এমআরআই, এক্সরেসহ নানা মেশিন নষ্ট থাকা দুঃখজনক। এছাড়া বিকালে সরকারি মেডিকেলগুলোতে চিকিৎসক না থাকায় ক্ষোভ প্রকাশ করেন।

এর আগে চীনের অর্থায়নে ২৮৫ কোটি টাকায় নির্মা হতে যাওয়া চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শন করেন তিনি। ৬ তলা আধুনিক এ বার্ন ইউনিট এরইমধ্যে একনেকে পাস হয়েছেন। এ বার্ন ইউনিটের যন্ত্রপাতি, প্রকৌশলী, উপকরণ সরবরাহ করবে চীন।

পরিদর্শন শেষে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর এবার চীন সফরের পরই এ মাসে ভিত্তিপ্রস্তর স্থাপন ও সেপ্টেম্বরে নির্মাণ কাজ শুরু হবে। শেষ হবে ২ বছরের মধ্যেই। এটি নির্মাণ হলে চট্টগ্রাম থেকে আগুনে পোড়া রোগীদের আর ঢাকায় যেতে হবেনা। এতে অনেকেই প্রাহানী থেকে বেঁচে যাবেন। দুপুরে হাটহাজারি উপজেলায় ক্লিনিক ও হাসপাতালে স্বাস্থ্যসেবা ও প্রত্যন্ত এলাকায় হাসপাতালগুলোর সার্বিক চিকিৎসার মান পরিদর্শন করেন মন্ত্রী।

রুনা / / দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More