কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ছড়িয়ে পরেছে মেট্রোরেলের ভেতরেও।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর সাড়ে ৩টায় মেট্রোরেলের ফার্মগেট স্টেশনে এ ঘটনা ঘটে।
স্টেশনে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বলেন, স্টেশনের ভেতরে একদল যুবক লাঠিসোটা হাতে হামলা চালায়। এতে স্টেশনে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে তারা ছোটাছুটি করতে থাকেন।
মেট্রোরেল পুলিশ জানায়, ঘটনার পর এফপিবিএন’র একটি টিম স্টেশনে মোতায়েন করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
স্টেশন ইনচার্জ জাকারিয়া হাসান শুভ জানান, স্টেশনে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কোম্পানি সচিব (যুগ্মসচিব) মোহাম্মদ আবদুর রউফ বলেন, ‘মেট্রোরেল চলছে। একটা ঝামেলা হয়েছে, আমরা দেখছি। তবে ট্রেন চলছে।’
এসএ/দীপ্ত সংবাদ