যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার (২৯ অক্টোবর) রাতে আংশিক বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের (এমআরটি লাইন–৬) চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়েছে।
বুধবার রাতে মেট্রোরেলের কারওয়ান বাজার–আগারগাঁও অংশে রেল চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছিল, যার ফলে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, ফার্মগেটে সদ্য বিয়ারিং প্যাড স্থাপনের স্থানে সামান্য কম্পন অনুভূত হওয়ায় নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
এর আগে, গত ২৬ অক্টোবর দুপুরে ফার্মগেট স্টেশনের ঠিক পশ্চিম পাশের পিলার ও উড়ালপথের সংযোগে থাকা বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে আবুল কালাম নামের এক পথচারী মারা যান। এসময় তাৎক্ষণিক মেট্রোরেল চলাচল বন্ধ করে দেয়া হয়। পরে বিকালে প্রথমে উত্তরা থেকে আগারগাঁও এবং সন্ধ্যায় মতিঝিল থেকে শাহবাগ অংশে মেট্রোরেল চালু করা হয়।
বিয়ারিং প্যাড স্থাপনের পর ২৭ অক্টোবর সকালে পুরো পথে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়। তবে ফার্মগেট স্টেশন এলাকায় তিন দিন ধরে ট্রেনের গতি কমিয়ে চালানো হয়।