কাল শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। অন্যবারের চেয়ে এবার ইজতেমার মাঠকে করা হয়েছে অনেক বেশি সুশৃঙ্খল।
এবারের ৫৭তম বিশ্ব ইজতেমার মাঠের প্রস্তুতি প্রায় সম্পন্ন, যারা ঢাকা থেকে অথবা ঢাকা হয়ে ইজতেমায় আসেন, তাদের যাতায়াতের জন্য সড়ক এবং রেলওয়ের পাশাপাশি এবার দুটি পথ যোগ হয়েছে, একটি হচ্ছে মেট্রোরেল অপরটি হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে।
ইজতেমায় যেতে দূরদূরান্ত থেকে আসা মুসল্লিরা, ঢাকার যানজটসহ পরিবহন সংকটে পড়েন বরাবরই।
ইজতেমায় আসতে বিশেষ করে দক্ষিনাঞ্চলের বিপুল মুসল্লী যাদের সদরঘাট, নবাবপুরসহ এই মতিঝিল এলাকায় থামতে হয় তাদের এবার মেট্রো যাত্রা খুবই সহায়ক। দ্রুত যাত্রার আরেক পথ ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, ফার্মগেট এলাকা হয়ে যারা ইজতেমায় যাবেন, তাদের জন্য এই পথটি হতে পারে অনেক বেশি সহজ। রাজধানীর খামারবাড়ী খেজুরবাগান থেকে বিআরটিসির ডাবল ডেকার বাস, এলিভেটে এক্সপ্রেস দিয়ে উত্তরা গিয়ে নামে। এই পথও ইজতেমাগামী মুসল্লীদের জন্য হতে পারে বেশ স্বস্তির।
এবারের ইজতেমায় নিচ্ছিদ্র নিরাপত্তার পাশাপাশি জেলাভিক্তিক খিত্তা রয়েছে। বিদেশ থেকে আগতদের জন্য রয়েছে আলাদা থাকার ব্যবস্থা। বিদেশি ছাউনির পূর্ব পাশে তৈরি করা হয়েছে মূল বয়ানের মঞ্চ।
উল্লেখ্য, বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে ৪ ফেব্রুয়ারি তারপর চারদিন বিরতি দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে ৯ ফেব্রুয়ারি।
আরও পড়ুন: বিশ্ব ইজতেমা; নিরাপত্তায় ১৫ হাজার সদস্য
এসএ/দীপ্ত নিউজ