রাজধানীর দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে মোড়ে মোড়ে ভিড় করেন নগরবাসী। আশপাশের বাসিন্দাদের পাশাপাশি অনেকে আসেন ঢাকার বাইরে থেকে। পর্যায়ক্রমে মেগা প্রকল্প বাস্তবায়ন করায় সরকার ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তারা।
আগারগাঁও থেকে উত্তরার দিয়াবাড়ি পর্যন্ত সড়কের মোড়ে মোড়ে ভিড় করেন নগরবাসী। কারণ মেট্রোরেলের উদ্বোধনী যাত্রা একনজর দেখে ইতিহাসের সাক্ষী হতে চান তারা। সকাল থেকে ওই এলাকার রাস্তার পাশের দোকানপাট ছিল বন্ধ। বাসসহ সব ধরনের যান চলাচল করেছে সীমিত আকারে। নিরাপত্তা জোরদার করা হলেও রাস্তার অলিতে গলিতে ভিড় করেন সব বয়সী মানুষ। মেট্রোরেল উদ্বোধন উপলক্ষ্যে অনেকেই একনজর ঘুরে দেখতে এসেছেন। অনেকে পরিবারের সদস্যদের নিয়ে ভিড় করেছেন। সড়কের পাশে বসবাসকারীরা বের হয়েছেন আগ্রহ নিয়ে।
অনেকে আবার দূর থেকে এসেছেন মেট্রোরেলের প্রথম দিনের যাত্রা দেখতে। নানান কাজে ঢাকায় আসা মানুষও ভিড় করেন সেখানে।দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এবং আগামীতে মেট্রোরেলের পরিধি সফলভাবে আরো বাড়বে এমন প্রত্যাশা জানান সাধারণ মানুষ।
পিটিসি: জুন মাসে পদ্মাসেতু উদ্বোধনের পর বুধবার খুলে গেল আরেক মেগা প্রকল্প মেট্রোরেল। মেট্রোরেলে দিয়াবাড়ি থেকে ১২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ১০ মিনিট ১০ সেকেন্ডে আগারগাঁও আসা যাবে। নিঃসন্দেহে রাজধানীর জন্য মেট্রোরেল হবে স্বস্তির ও নিরাপদ যাত্রা।